প্রতিমা দাস, পবিপ্রবি প্রতিনিধিঃ
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রধানতম কারণ হচ্ছে বায়ুদূষণ। প্রতিবছর বিশ্বব্যাপী বায়ু দূষণের হার বেড়েই চলেছে।বেড়ে চলছে মানুষের মৃত্যুর হার।বিভিন্ন জরিপের তথ্যানুযায়ী এই হার সত্যিই অকল্পনীয়।
করোনা মহামারিতে মানুষের চলাচলে বিধিনিষেধ থাকায় এবং যানবাহনের চলাচল হ্রাসে বিগত বছরগুলোর তুলনায় বর্তমান অর্থবছরে বায়ুদূষণের হার কমলেও বার্ষিক হারে তেমন কোনো প্রভাব পড়েনি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক জরিপ মোতাবেক, ২০১৫-২০১৯ খ্রিস্টাব্দের তুলনায় ২০২০ খ্রিস্টাব্দে বায়ুদূষণের হার কিছুটা কমেছে। এমনকি নাইট্রোজেন ডাই-অক্সাইড নির্গমনের হার কমেছে। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। দুঃখজনক হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বায়ুদূষণের দরুণ প্রতিবছর মানুষের মৃত্যুর সংখ্যা প্রায় ৭০ লক্ষ।
বায়ুদূষণের ফলে অকাল মৃত্যু হচ্ছে মানুষের। কেবল মানবকুল-ই নয় সমগ্র জীবকুল সম্মুখীন হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের। তাই বায়ুদূষণ রোধে আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকলকে সচেতন থাকতে হবে। অন্যথায় পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে।