মোছাঃ নিছপা আক্তার জেলা প্রতিনিধি :
,আলমগীর কবিরের সঞ্চালনায়
বাহুবলে থানা বাবুর্চি সামাজিক সংগঠনের উদ্যোগে আজ শনিবার বিকেল ০৪ :০০ ঘটিকায় উপজেলা হল রুমে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল বাবুর্চিদের উপস্থিতি সভাকে সৌন্দর্য করে তুলে। বাহুবল থানা বাবুর্চিদের সামাজিক সংগঠন এম পি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ _০১ ( নবীগঞ্জ _বাহুবল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আবদুল হাই সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলা শাখা। সভাপতির দায়িত্বে ছিলেন জনাব, মো: হাছন আলী বাবুর্চি সভাপতি, বাহুবল থানা বাবুর্চি সামাজিক সংগঠন এবং উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা শাখার গুরুত্বপূর্ণ বিভিন্ন সসংগঠনের অতিথি বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বাবুর্চি দের এই সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন। সরকারের এই উন্নয়নের দ্বারা চলমান রাখতে হলে আবার ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে বলেছেন।
সভা শেষে, বাহুবল থানা বাবুর্চিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।