1. admin@kholanewsbd24.com : admin :
বাস ছাড়লেও বন্ধ ট্রাক, স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম - খোলা নিউজ বিডি ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবর্ণচরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে অভিযান ৩ দোকানী কে অর্থদণ্ড নোয়াখালীতে স্বর্ণের দোকান লুট নৈশ প্রহরী কে হত্যা আটক- ৭ ধামইরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ধামইরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলের জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট দাঁড়িয়ে আছে চিত্রা নদীর পাড়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব পাঁচবিবিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ লালপুর থানার ওসি পরিচয়ে টাকা দাবি,প্রতারক সোহেল রানা গ্রেফতার নওগাঁর পত্নীতলায় নকল ইঞ্জিন অয়েল কারখানায় অভিযান আটক ১

বাস ছাড়লেও বন্ধ ট্রাক, স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম

প্রশাসন
  • সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)

সরকার কর্তৃক গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করায় বাস মালিক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করে গতকাল রবিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

এদিকে ডিজেলের মূল্য পুনর্বিবেচনা সহ ৩ দফা দাবীতে কর্মবিরতি পালন করায় যশোরের বেনাপোল থেকে সকল ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের সকল কার্যক্রম সহ আমদানী রফতানী প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।

জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি বাবলুর রহমান বলেন, ‘কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। সরকারের সাথে কেন্দ্রীয় বাস মালিক সমিতির আলোচনা হয়েছে। আলাচনা ফলপ্রসু হওয়ায় আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই সারা দেশে যাত্রীবাহী গণপরিবহন চলাচল শুরু করেছে।’

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজি জানান, ‘আমাদের ঢাকা ট্রাক, ট্রাক লরি ওনার্স এসোসিয়েশন আমাদের জানিয়েছেন ডিজেলের মূল্য পুনর্বিবেচনা সহ ৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত কোন পণ্যবাহী ট্রাক রাস্তায় চলবে না। আমরা সে অনুয়ায়ী শুক্রবার থেকে কর্মবিরতী পালন করছি। বেনাপোল বন্দরে পণ্য লোড হচ্ছে । তবে ফেডারেশন থেকে কোন নির্দেশনা না আসা পর্যন্ত কোন পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যাবে না।’

তিন দফা দাবীগুলো হলো :

১. জ্বালানী তেলের লিটার প্রতি যা ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে তা পুনর্বিবেচনা করা।
২. যমুনা ও মুক্তাপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।
৩.দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলা পণ্য পরিবহন থেকে যে টোল নেয় তা বন্ধ করতে হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, পণ্যবাহী ট্রাক ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যাচ্ছে না। বন্দর অভ্যন্তরে লোড-আনলোড প্রক্রিয়া সহ আমদানী রফতানী কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা