নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশন এর বাসন থানাধীন চান্দুপাড়া এলাকা হতে আসামি বিথী (২৫) জনৈক মেহেদী হাসান এর ১০ দিনের ছেলে বাচ্চাকে আজ বুধবার (০৭/০৭/২০২১) অনুমানিক দুপুর ০২ ঘটিকার সময় শিশুটির মায়ের সাথে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে চুরি করে নিয়ে যায়।
মেহেদী হাসান জানান,আজ দুপুরে তার ১০দিনের শিশু বাচ্চা সহ তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন, দুপুর আনুমানিক ২ টার দিকে বাচ্চাকে,বাচ্চার মায়ের পাশ না পেয়ে আশেপাশে খোজাখুজি করেন,
খোজাখুজি করে না পেয়ে তিনি গাজীপুর সিটি করপোরেশন এর বাসন থানায় খবরটি জানায়,
পরবর্তীতে থানায় সংবাদ প্রাপ্তির সাথে সাথে সাথে বাসন থানা পুলিশ বাচ্চা উদ্ধারের অভিযানে নেমে আসামীকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করেন এবং শিশুটিকে উদ্ধারপূর্বক তার মায়ের নিকট বুঝিয়ে দেওয়া হয়।।
বাচ্চাটি উদ্ধার হওয়ায় এলাকাবাসি অনেক খুশি হয়েছে এবং সবাই বাসন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।