1. admin@kholanewsbd24.com : admin :
বাজেট ঘোষণার পরপরই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার ঠাকুরগাঁওয়ে কৃষি যন্ত্রাঅংশের মাধ্যমে বোরো ধান কাটা মাড়াই করছেন ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে যুবক খুন, তদন্তে মাঠে পুলিশ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স অনুষ্ঠিত হয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের মায়ের ইন্তেকাল সিআইডি প্রধানের সাথে Mr. Ryu কান্ট্রি ডিরেক্টর,KOICA, বাংলাদেশ এর সাক্ষাৎ জামালপুরে জমি বেদখলের পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ব্লাস্টের আয়োজনে অধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

বাজেট ঘোষণার পরপরই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

প্রশাসন
  • সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
বাজারে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নেই, ঘোষিত প্রস্তাবিত বাজেটেও বাড়ানো হয়নি ভ্যাট-ট্যাক্স। তারপরও বাজেট ঘোষণার পরপরই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ভরা মৌসুমেও কেজিতে চালের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা। ডিমের দামও ঊর্ধ্বমুখী। গুঁড়ো দুধ ও মসলার দাম ছুটেছে লাগামছাড়া।
বিশ্লেষকরা বলছেন, পণ্যের বাজার নিয়ন্ত্রণ অনেক আগেই হারিয়েছে সরকার।
সংসদে বাজেট ঘোষণা আর বাজারে নিত্যপণ্যের দামের আরেক দফা বৃদ্ধি। কঠোর নজরদারির মাধ্যমে ব্যবসায়ীদেরকে এমন মনোভাবের সংস্কৃতি থেকে বের করতে সফল হয়েছিল সরকার। তবে চলতি বছর যেন বাজার ফিরে পেয়েছে সেই পুরোনো চেহারা।

বছরের এই সময়টাতেই সবচেয়ে কম দামে বিক্রি হয় চাল। তবে এবার যেন বিধি বাম। কিছুটা কমে ফের ঊর্ধ্বমুখী দাম।

এক ব্যবসায়ী বলেন, ২৮, যে চাল আমরা বিক্রি করছি ৪২ টাকায় সেই চাল এখন বিক্রি করা লাগে ৪৮ টাকা। যে মিনিকেট বক্রি করছি ৫৪ টাকায় তা এখন বিক্রি করি ৫৮ টাকায়।

অন্য এক ব্যবসায়ী বলেন, এখন মাত্র দুমাস মৌসুম আসছে। এখনো আরও ৮/১০ মাস বাকী। তাহলে ১০ মাসে চালের বাজার কোথায় যাবে?

ডিমের দামের এমন উত্থান গেল কয়েক বছরেও তেমন দেখা যায়নি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে হালিতে পাঁচ টাকা।

এক ডিম ব্যবসায়ী বলেন, লাল ডিমের হালি ছিল ৩০ টাকা। কিন্তু এখন তা ৩৫ টাকা হালি। সাদা ডিমের হালি ছিল ২৮ টাকা, এখন তা ৩৪ টাকা করে।

বাজেটের ঘোষণার পর ব্র্যান্ড ভেদে গুড়ো দুধের দাম বেড়েছে কেজিতে ৬০ থেকে ১০০ টাকা। মসলার দামও লাগাম ছাড়া।

এক ব্যবসায়ী বলেন, ভারতীয় মসুর ডালের দাম এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বাড়ছে। বাজেটের পর এক কেজি পাউডার দুধে ৮০/১০০ টাকা দাম বাড়ছে।

এক ক্রেতা বলছেন, ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। কিন্তু আমরা নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা বাঁচার কোনো পথ পাচ্ছি না।

এদিকে পণ্যের দাম বৃদ্ধির তথ্য নেই ধোদ কৃষি বিপণন অধিদপ্তরের কাছে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহা-পরিচালক আবু ইউসুফ বলেন, ২ শতাংশ, ৩ শতাংশ করে বাড়তেছে। কিন্তু এখনো বাজারে তো বাড়েনি। বাজার মনিটরিং করে আমরা দেখবো।

তবে বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। তাই নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন ইচ্ছে মতো।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সহ-সভাপতি এসএম নাজের হোসেন বলেন, যেহেতু সরকারের কোনো তদারকি নেই। আমদানিকারক যারা আছে, তারা তাদের মতো করে কিন্তু পণ্যগুলোর দাম নির্ধারণ করছে এবং আদায় করছে।

বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতে পণ্যের সরবরাহ ঠিকঠাক রাখতে সরকারি মজুদের পাশাপাশি টিসিবিকে আরও শক্তিশালী হতে হবে। মত বিশ্লেষকদের।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা