শাকিল মন্ডল রাঙ্গামাটিঃ
রাঙামাটির বাঘাইছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের(প্রসীত) সুখময় চাকমা ওরফে মানস চাকমাকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, চাঁদা আদায়কালে বাঘাইছড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর বাঘাইহাট আর্মি ক্যাম্পে আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি ইউপিডিএফ(প্রসীত) সাজেক মাসালং এলাকার চিফ কালেক্টর এবং তিনি সাজেক থানায় ২০১৫সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অন্যতম প্রধান আসামি। এসময় চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ইউপিডিএফ সাজেক থানার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন. মানস চাকমা গত এক বছর আগে দলের কাজ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এখন তার সাথে ইউপিডিএফের কোনও সম্পৃক্ততা নেই।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, আটক মানস চাকমাকে নিরাপত্তা বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। মামলার প্রস্তুতি চলছে।