স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের মুজির শেখের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কারণ খোঁজার চেষ্টা চলছে।