স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলা কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে অবস্থিত ঌ নং ওয়ার্ড খলিশাখালি ও নরেন্দ্রপুরের ভিতর দিয়ে নির্মাণ হচ্ছে দুই কোটি টাকা বাজেটের দুই কিলোমিটার পিজের রাস্তা।অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,এই রাস্তায় চলছে দুর্নীতি আর দুর্নীতি।দুই কিলোমিটার রাস্তার ভিতর নেই কোন কালভার্ট, মানুষ এখন পানিবন্দি। রাস্তার পাইলিং চলছে বাঁশ দিয়ে,রাস্তা যে টুকু উঁচু করা দরকার তা না করে কোনভাবে ফাঁকি ঝুকি দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করতে চাচ্ছে কন্টাকটার এবং ইঞ্জিনিয়ার।তাদেরকে কোন কিছু বললে উপরি পাওয়ার খাটিয়ে রাস্তার কাজ করে যাচ্ছে।তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে আকুল আবেদন এই যে সরোজমিনে এসে রাস্তার কাজটা যাতে ভালো হয় এই আশাবাদ ব্যক্ত করছি।
প্রচারে বিক্ষুপ্ত গ্রামবাসী