মোঃসোহেল রানা বাগেরহাট
২৩ আগস্ট সোমবার রাত আটটার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছে এক যুবক।
স্থানীয় সূত্রে যানা যায়, রাত আটটার দিকে একটি গরু বহনকারী গাড়ির সাথে একটি মোটর সাইকেলের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুই ব্যাক্তি আহত হয়। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লোকমান (২৫) নামের এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরবর্তীতে ফকিরহাট মডেল থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামে।