সোহেল রানা বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। ৬ই সেপ্টেম্বর বিকাল চারটার দিকে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,বিশ্বরোড মোড়ের মাইক্রো ষ্ট্যান্ড থেকে রিয়াজ নামের এক ভ্যানচালক দুজন যাত্রী নিয়ে ফকিরহাটের শান্তিগন্জ মোড়ের দিকে রওনা দেবার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা রাজীব পরিবহন নামক একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে খুলনার দিকে চলে যায়।
এ সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত ওই তিনজনকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভ্যান চালক রিয়াজ(২৫)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনায় নিহত রিয়াজ সৈয়দ ফকিরহাটের সৈয়দ মহল্লার আয়নাল শেখের পুত্র। আহতরা হলেন, ফকিরহাটের পাইকপাড়া এলাকার জব্বার শেখের পুত্র মিলন ও চিতলমারীর শান্তিখালি গ্রামের আবু তালেবের পুত্র সুমন খা।