ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটে আজ সন্ধ্যা ৬-৩০ মিনিটের সময় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের বৈলতলী নামক স্থানে দুই জন মোটর সাইকেল আরোহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আব্দুল কাদের মোল্লা (৬৫), পিতা- লুৎফর রহমান মোল্লা, গ্রাম- রসুলপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা এবং সাত্তার সর্দার (৬৭), পিতা- ওমর আলী সরদার, গ্রাম- কদমতলা, কাশিমপুর, সাতক্ষীরা।
নিহতদের একজন খুলনা সিটি কলেজের প্রফেসর এবং অপরজন সাতক্ষীরা সিটি কলেজের প্রফেসর বলে জানা যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।