সোহেল রানা, জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ভাড়াটিয়া আলতাফ হোসেন ফরাজি (৪০)কে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে যানা যায়,গত ২৬ আগস্ট শুক্রবার রাত আটটার দিকে ওই কিশোরী নানা বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে ফকির হাটের সৈয়দ মহল্লা গ্রামের অপু খুনকারের বাড়ির ভাড়াটিয়া, পিরোজপুরের আলতাফ হোসেন ফরাজি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাইসাইকেলে উঠিয়ে একটি বসতঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আলতাফ হোসেনকে আটক করে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়।
ফকিরহাট মডেল থানার ওসি মো. খায়রুল আনাম জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন অভিযোগে একটি মামলা দায়ের করলে আমরা আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।