সোহেল রানা, জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটঃ বাগেরহাটে নতুন করে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। গত বুধবার বাগেরহাট সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাকি ছয়জনের তিনজন বাগেরহাট সদর হাসপাতালে, দুইজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
বাগেরহাট ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট সদর হাসপাতালে তিনজন এবং শরণখোলা ও চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। শনাক্ত রোগীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।