এসকে এম হুমায়ুন স্টাফ রিপোর্টার
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২অর্থ বছরে খরিপ/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে নাবী পাট বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে অত্র এলাকার ৩০ জন কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অভিজিৎ গাইন প্রমূখ।
এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।