ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
১২-১০-২১ইং।
কচুয়ায় রিকশা চালক শাহাদাৎ শিকদার (৫০) কে
কুপিয়ে বসতবাড়ী দখলে নিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার গজালিয়া
এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাৎ শিকদারকে
স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে। শাহাদাৎ শিকদার উপজেলার গজালিয়া গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে।
আহতের স্বজন একলাস হোসেন জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার রাতে প্রতিপক্ষের এসহাক শিকদার (৬০) মুজিবর শিকদার (৫৮)সহ ১৫/২০ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময়ে কুপিয়ে শাহাদাৎ শিকদারকে রক্তাক্ত জখম করে, তার বসতঘর ভাংচুর ও লুটপাট করে দখলে নেয়। মঙ্গলবার সকালে এ বিষয়ে কচুয়া থানায় আহতের স্বজন একলাস হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল
ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।