1. admin@kholanewsbd24.com : admin :
বাগেরহাটের কচুয়াতে রাস্তার বেহাল দশা। - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের কচুয়াতে রাস্তার বেহাল দশা।

প্রশাসন
  • সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।।

খানা খন্দে ভরা বাগেরহাটের কচুয়ায় ফুলতলা-চরকাঠী সড়ক। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির অন্তত চার জায়গা থেকে ধ্বসে গেছে। পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক জায়গা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতিদ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন ফুলতলা মোড় থেকে গোপালপুর ইউনিয়নের পদ্মনগর পর্যন্ত তিন কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সাথে রিকশা, ভ্যান, অটো, মোটরসাইকেল, পিকআপসহ নানা যানবাহনের যাতায়েত রয়েছে এই সড়কে। এই রাস্তা দিয়ে পদ্মনগর, চরকাঠী, বারুইখালী, চন্দ্রপাড়া, নরেন্দ্রপুর, শিবপুরসহ বিভিন্ন এলাকার মানুষ উপজেলা সদরে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করে। জেলাশহরে যাতায়াতের জন্যও কয়েকটি গ্রামের মানুষের প্রধান রাস্তা এটি। কিন্তু খানাখন্দের কারণে প্রতিনিয়ত চালক-যাত্রীদের পোহাতে হয় নানা দুর্ভোগ। সড়কটির আলমগীর শেখের বাড়ীর সামনে, মহাসীন শেখের বাড়ীর চরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধ্বসে গেছে। এছাড়াও অন্তত ২০ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা এটি, যার কারনে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা, রুস্তম আলী জানান, এই রাস্তাটি তিন চার বছর ধরে বেহাল অবস্থায় আছে। প্রায় ৮ বছর আগে রাস্তাটির সর্বশেষ মেরামত করা হয়। তার পর আর কখনো মেরামত করা হয় নি। আমাদের চলাচলের অনেক অসুবিধা হয়। রাস্তাটি যতটা দ্রুত সম্ভব মেরামত করার দাবি জানান তিনি। চন্দ্রপাড়া বাজারের ব্যাবসায়ী মোঃ আসলাম শেখ বলেন, রাস্তাটি ভেঙে বড়ো-বড়ো গর্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২-৩ দিন আগেও একটা ইট বোঝাই টলি ভাঙায় চাকা পড়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়, আল্লাহ রহমতে কোন মানুষের ক্ষতি হয় নাই।

কচুয়া উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমানের বলেন, রাস্তাটি বর্তমানে ৮ ফিট চওড়া রয়েছে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক এজন্য ১২ ফিট চওড়া করে নির্মানের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে রাস্তার পাশে অনেক ডোবানালা থাকায় রাস্তা প্রশস্ত করতে সমস্যা হচ্ছে। আশাকরছি এই অর্থবছরেই কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা