এস আর টুটুল এম এল- তানোর (রাজশাহী) প্রতিনিধি;
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়মে ও একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে জনবল নিয়োগ পদ্ধতি অবগতির জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পদ্ধতিতে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। দালাল না ধরে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন ও নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দিয়েছেন তানোর থানা পুলিশ।
আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১-৩০ মিনিটের সময় তানোর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্র- ছাত্রী, অভিবাবক ও জনসাধারণের মাঝে নিয়োগ তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন তানোর থানা পুলিশ।
এ সময় তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি, আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন যেনো কোন প্রতারকচক্র বা দালালের ক্ষপ্পরে পড়ে প্রতারিত না হয়, সেই বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন।
লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, তানোর থানা তদন্ত কর্মকর্তা আঃ বারী, এস আই ইব্রাহিম, এস আই নিজাম ও এ এস আই আমেনা প্রমুখ।