নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ কতৃক আয়োজিত বঙ্গমাতা অক্সিজেন সেবা নিয়ে প্রস্তত এক ঝাক ছাত্রলীগ নেতা কর্মী।করোনা মহামারীতে তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের ভাইস প্রসিডেন্ট ম.সাইফ উদ্দিন বাবু বলেন,বাংলাদেশ ছাত্রলীগ এশিয়া মহাদেশের বৃহৎ মানবিক সংগঠন।দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অতীতেও যেমন ছাত্রলীগের ভুমিকা ছিলো ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি আরো বলেন,৫৬ হাজার বর্গমাইল জুড়ে আমাদের এই বঙ্গমাতা অক্সিজেন সার্ভিস চলমান থাকবে।জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন —
01711928749
01727511573
01670716297
01672135076