নিউজ ডেস্ক ; নয়ন সিকদার
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই ও বাঁশতৈল ইউনিয়নে বেশীদামে সার বিক্রি, বহির্ভূত সার গুদামজাত করন,বেশি লাভের আশায় সংরক্ষণ, পরিবহন ও লাইসেন্স বিহীন সার বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভূমি ও সহকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন।
সোমবার(৪ অক্টোবর) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ও গোড়াই ইউনিয়নে বেশিদামে সার বিক্রি,লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়।১৩ নং বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল বাজারে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন, সার মজুদ রেখে বেশী দামে বিক্রির অপরাধে আলমাছ ট্রেডার্সের মালিক মো. আলমাছ মিয়া’কে ১০ হাজার টাকা ও দোকানের লাইসেন্স না থাকার কীটনাশক বিক্রির দায়ে মায়ের দোয়া ট্রেডার্সের মালিক মো. আব্দুল হামিদকে ১০ হাজার টাকা।এরপর ১০ নং গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারে অভিযান চালিয়ে এরশাদ মিয়াকে বিভিন্ন অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলার সহকারী কমিশানর (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন,এ ধরনের অভিযান জনস্বার্থে সর্বদা অব্যাহত থাকবে।