নিউজ ডেস্ক ; নয়ন সিকদার
অভাব যখন দরজায় এসে নাড়া দেয়, তখন বিপদ চারিদিক থেকেই আসে। মো: জাফরের (৩৫) বেলায়ও তার ব্যতিক্রম ঘটেনি।তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ‘অভিরামপুর’ গ্রামে। তার বাবা মৃত শরবেশ আলী। সংসারে রয়েছেন মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান। জমিজমা একেবারেই নেই। যে বাড়িতে থাকেন, তা আবার জাফরের নানির বাড়ি। নিজের বলতে কিছু নেই।ছোটবেলায় হারিয়েছে তার বাবাকে।সংসারের হাল ধরতে জাফর কাজ শিখে দর্জি। দর্জির কাজ করেই সে তার অভাবের সংসার চালাতো। বর্তমানে তার মা অসুস্থ। এমন অবস্থায় গত দেড় বছর আগে জাফর হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করে।পরে সে আর কোন কাজ করতে পারে না। হাত পা অকেজো হয়ে পরে। মাঝে মাঝে ধীরে ধীরে হাটতে পারে। পরে অনেক বার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় তাকে। বারবার জাফর হেরে যায় টাকার কাছে। হাসপাতালে গেলে ঔষধ কেনার টাকা থাকে না,আবার দুই সন্তান,মা,স্ত্রী তো আছেই। তাদের খরচ।জাফরের চিকিৎসা করতে নূনতম ৪-৫ লক্ষ টাকার প্রয়োজন। কে দেবে এই টাকা? বিক্রি করার মত নেই কিছু বাড়িতে। কোন উপায় না পেয়ে দেশের বিত্তশালী সহ সকল পর্যায়ের মানুষের নিকট সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন জাফর ও তার পরিবার।জাফর দেশের সকল মানুষের মতই পরিবার নিয়ে বাঁচতে চাই।
যোগাযোগ : জাফর- 01688-312843