1. admin@kholanewsbd24.com : admin :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৮ জনের মৃত্যু - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার ঠাকুরগাঁওয়ে কৃষি যন্ত্রাঅংশের মাধ্যমে বোরো ধান কাটা মাড়াই করছেন ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে যুবক খুন, তদন্তে মাঠে পুলিশ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স অনুষ্ঠিত হয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের মায়ের ইন্তেকাল সিআইডি প্রধানের সাথে Mr. Ryu কান্ট্রি ডিরেক্টর,KOICA, বাংলাদেশ এর সাক্ষাৎ জামালপুরে জমি বেদখলের পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ব্লাস্টের আয়োজনে অধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৮ জনের মৃত্যু

প্রশাসন
  • সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৭৭ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন এবং করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের পিরোজপুরে পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগে নতুন করে ২৮৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩৯৯ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ হাজার ৬৯৪ জন।

মোট কত আক্রান্ত?

বরিশাল জেলায় নতুন সর্বাধিক ১৭৬ জন নিয়ে মোট ৯ হাজার ১৮৫ জন, পটুয়াখালীতে নতুন ১৪ জন নিয়ে মোট দুই হাজার ৭৮৬ জন, ভোলায় নতুন ১৭ জনসহ মোট দুই হাজার ২২১ জন, পিরোজপুরে নতুন ৪০ জন নিয়ে মোট দুই হাজার ৯৪৩ জন, বরগুনায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৭৮০ জন এবং ঝালকাঠিতে নতুন ১৯ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৪ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জনের এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। আর, উপসর্গ নিয়ে মৃত ৫৮৮ জনের মধ্যে ২২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন এবং করোনা ওয়ার্ডে ২৩ জন ভর্তি হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৪ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এবং ২১১ জন আইসোলেশনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৯ জন করোনা পরীক্ষা করায়। যার মধ্যে পজিটিভ শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা