1. admin@kholanewsbd24.com : admin :
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে- রাজশাহী জেলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন! - খোলা নিউজ বিডি ২৪
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে ৫ লিটার চোলাই মদসহ আটক-২ বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাভারে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে মায়ের পা ভেঙে দিলেন প্রতিবেশী ঢাকা ১৯ আসনের এম পি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর উঠান বৈঠক জনসভায় পরিনত সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরে শ্রমিক ফেডারেশন নেতাকে কুপিয়ে জখম আমবাগানের পরিত্যক্ত ঘরে পড়ে ছিল নারীর মরদেহ নাটোরে ছিনতাই হওয়া স্বর্নালংকারসহ দুই যুবক আটক আশুলিয়ায় ঢাকা – ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুস্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে- রাজশাহী জেলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন!

প্রশাসন
  • সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

 

এস আর টুটুল এম এল – রাজশাহী (তানোর) প্রতিনিধি;

রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব- এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

জানা গছে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের প্রেক্ষিতে, বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচি অনুসরণপূর্বক ৮ আগষ্ট বেলা ১১.০০ মিনিট এর সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব- এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অত্র ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার এবং সভায় সার্বিক পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সিদ্ধান্তক্রমে অত্র আলোচনা সভায় যৌথভাবে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মোঃ আব্দুস সামাদ এবং দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার ।

অত্র সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তৃতাদানে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সন্মানিত নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ এবং সকল ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব-এর জীবনকর্ম এবং বাংলাদেশ ও বাঙালি জাতির কল্যাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সাথে থেকে নেপথ্যে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বঙ্গমাতার যে মহতী অবদান রয়েছে তা তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্যে বলেন,
শোকাবহ আগস্ট- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর মাস, এ মাসেই জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট শেষ রাতে (১৫ আগস্ট) ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় নৃশংসভাবে হত্যা করে। তাকে সপরিবারে নিঃশেষ করার পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, সদ্য বিবাহিত পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরকে সেখানে হত্যা করা হয়। বেইলি রোডে সরকারি বাসায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবি সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টুকে। আরেক বাসায় হত্যা করা হয় তার ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণিকে।

বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ হয়েছে শুনে সেখানে যাওয়ার জন্য রওনা দেন বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ। তবে ৩২ নম্বরের সামনে পথভ্রষ্ট সেনা কর্মকর্তারা তাকে প্রথমে বাধা দেয় ও পরে হত্যা করে। এছাড়া ওইদিন ৩২ নম্বরের বাড়িতে কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারীকেও হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড বিশ্বের বুকে নিন্দিত ও ঘৃণিত রাজনৈতিক হত্যাকাণ্ডের উদাহরণ হয়ে আছে।
সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশসহ সারা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালি জাতি।

সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর বড় সন
এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ সকল স্তরের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নারী নেতৃবৃন্দও মূল্যবান বক্তৃতা রাখেন মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং জীবন ও কর্মের উপর স্মৃতিচারণপূর্বক সভায়, দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা। দোয়াপর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ‘৭৫ এর ১৫ই আগষ্টের সকল বীর শহীদ, শোকাবহ আগষ্টের সকল বীর শহীদ এবং এদেশের সকল সংগ্রাম-আন্দোলনে শহীদান হওয়া সকল বীর শহীদ সহ রাজশাহী জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা এবং রাজশাহী জেলাধীন এযাবৎ পর্যন্ত মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মী এবং সমর্থকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত প্রেরণের প্রেক্ষিতে জেলাধীন প্রতিটা উপজেলা সহ সর্বস্তরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থক সহযোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯১তম জন্মদিন স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং মর্যাদার সাথে পালন করা হয়।

বার্তা প্রেরক
প্রদ্যুৎ কুমার সরকার
দপ্তর সম্পাদক
রাজশাহী জেলা আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা