নিউজ ডেস্কঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোকাবহ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি অবগতকরণ সহ স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে সকল নেতৃবৃন্দকে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের আমন্ত্রণ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব অনিল কুমার সরকার-এর সাথে পরামর্শপূর্বক শোকাবহ ১৫ই আগস্ট যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং গভীর শ্রদ্ধার সাথে পালনের জন্য আগামী ১৫ই আগস্ট বেলা ১০.৩০ টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য উপস্থিত হওয়ার জন্য এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন অন্তে নগরীর অলোকার মোড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সন্মানিত নেতৃবৃন্দকে এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সন্মানিত নেতৃবৃন্দ সহ, সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকগণকে যথাযথভাবে স্বাস্থ্য-সুরক্ষাবিধি অনুসারে কালোব্যাজ ধারণ সহ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা ।
উল্লেখ্য-ইতোমধ্যেই জেলাধীন প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলাসমূহে শোকাবহ ১৫ই আগস্টের সুনির্দিষ্ট কর্মসূচি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থক সহযোগে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পালনের জন্য জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবহিত করা হয়েছে ।
শোকাবহ ১৫ই আগষ্টের কর্মসূচি সমূহঃ-
★ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষে সূর্য উদয়ক্ষনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ এবং দেশাত্মবোধক গান প্রচার।
★যথাযথ স্বাস্থ্য-সুরক্ষাবিধি অনুসরণপূর্বক রাজশাহী কলেজে প্রতিস্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন-বেলা ১০.৩০ টায় ।
★ অতঃপর দলীয় কার্যালয়ে ফিরে এসে শোকাবহ পনের আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া/প্রার্থনা এবং আলোচনা সভা।
★ বাদজোহর জেলাধীন সকল মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামত সময়ে সকল মন্দির-প্যাগোডা-গীর্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা।
★ জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে অসহায়-দুস্থ এবং এতিম সহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করণ।
বার্তাপ্রেরক
প্রদ্যুৎ কুমার সরকার
দপ্তর সম্পাদক
রাজশাহী জেলা আওয়ামী লীগ।