জাহিদ হাসান জিহাদ।। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর শাখার উদ্যাগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় চার নেতা কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শেখ মোঃ রাব্বি হোসেন, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় চার নেতা কল্যান পরিষদ সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. ফারহানা আক্তার লিপা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোছাঃ ফাহিমা আক্তার রুজি, মহিলা বিষয়ক সম্পাদক মিনারা কামাল, গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মনিরুজ্জামান মনির প্রমুখ। জাতীয় চার নেতার কবরে ফুল দেওয়া শেষে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মিষ্টি বিতরন করা হয়েছে।
###