1. admin@kholanewsbd24.com : admin :
বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক-খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত - খোলা নিউজ বিডি ২৪
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক-খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

প্রশাসন
  • সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৯৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের ​চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনো মন্তব্য করতে চাই না। যে ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলেন- মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।

শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেহ উদ্দিনসহ পাঁচজন পালিয়ে আছেন, যাদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা