জাহিদ হাসান জিহাদ।।
টঙ্গীর ৫৪ ও ৫৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কর্মীসভায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। সেই থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যেই কাজ শুরু করে যুবলীগ। মহানগর যুবলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।
শুক্রবার সকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ ও হায়দার পাবলিক মাঠ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও এস. এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে আহ্বায়ক সদস্য বদরুল আলম পাশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহম্মেদ শান্ত বাবু, মহানগর যুবলীগ সদস্য আমান উদ্দিন সরকার, কাজী সেলিম,দেলোয়ার হোসেন দেলু,আবুল কালাম আজাদ, ইকবাল মাষ্টার, কাইয়ুম সরকার গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাঝে সিভি বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।