এসকে এম হুমায়ুন স্টাফ রিপোর্টার।।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্য আবু সাঈদ মোঃ খায়রুল আনাম এর দিক নির্দেশনায় ফকিরহাট মডেল থানার চৌকস অফিসার এস আই নুরে আলম এর নেতৃত্বে মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৬/০৯/২১ তারিখ অত্র থানাধীন আট্টাকী গ্রামস্থ ফকিরহাট ডাক বাংলো মোড়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হইতে পাগলা শ্যামনগর গ্রাম এর মোঃ মোকসুদ মোড়ল এর পুত্র এনামুল মোড়ল (২২) কে ৪০ (চল্লিশ) গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। যাহার মামলা নম্বর ১১-১৬/০৯। নিয়মিত মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় ।