1. admin@kholanewsbd24.com : admin :
ফকিরহাটে ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড বিতরণ ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

ফকিরহাটে ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড বিতরণ ৷

প্রশাসন
  • সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৭ বার পঠিত

খালিদ হাসান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির উপকার ভোগীদের মাঝে ১০টাকা কেজি চালের মূল্যের কার্ড ও চাল বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট খাদ্য গুদাম অফিসের আয়োজনে উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ।

এসময় ইউপি সচিব শেখ মো. দাউদ আলী, ইউপি সদস্য মো. আছাদুজ্জামান তুহিন, মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার নীপা, ডিলার মো. দেলোয়ার হোসেন, অশিষ কুমার দাশ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ জানান, বেতাগা ইউনিয়নে মোট ১ হাজার ১৮৬ জনকে ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড ও চাল দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা