এসকে এম হুমায়ুন স্টাফ রিপোর্টার।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ফ্রি-ল্যান্স ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ফকিরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)এর সমন্বয়ে বাছাইকৃত ১০জন শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে ফ্রি-ল্যান্স প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ফকির, হিটলার গোলদার, আমিনুর রহমান মুক্তি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ফ্রি-ল্যান্স প্রশিক্ষণার্থীবৃন্দ।