ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার কনস্টেবল মাসুদ আলী খান (৩৪) ডিউটিরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে।
মডেল থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, পুলিশ সদস্য মাসুদ আলী আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাসুদ আলী গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।