জাহিদ হাসান জিহাদ : গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ কামরুল আহসান সরকার রাসেল বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে যুবলীগের নেতৃত্বে যোগ্য ও ত্যাগী নেতা—কর্মীরা স্থান পাবে। কোন মাদক—সন্ত্রাস, ক্যাসিনোবাদ যুবলীগের কোন কমিটিতে স্থান পাবে না। কর্মী সভার মধ্য দিয়ে আমরা সোনার ছেলে খুঁজে বের করছি। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে আমরা তাদেরই যুবলীগের কমিটিতে স্থান দিবো।
গতকাল সোমবার নগরীর ২৮ ও ৩০নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কর্মী সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সভায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সুমন আহমেদ শান্ত বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ দেলোয়ার হোসেন বাদল, আমান উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ মালম, দেলোয়ার হোসেন দেলু, কাইয়ুম সরকার, ইকবাল মাষ্টার, ডা: এবিএম কাশেম মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ। এছাড়াও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।