বগুড়ায় প্রকাশ্যে মহাসড়কে এক কবিরাজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাফ্ফর হোসেন (৬০)। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলাসংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
মোজাফ্ফর হোসেন পেশায় কবিরাজ। একটি কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
জানা যায়, মোজাফ্ফর হোসেন সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।