1. admin@kholanewsbd24.com : admin :
পেকুয়া (সদর) ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে দৌঁড়ঝাপ প্রার্থীদের ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

পেকুয়া (সদর) ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে দৌঁড়ঝাপ প্রার্থীদের ৷

প্রশাসন
  • সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

এসকে এম হুমায়ুন স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৬জন মাঠে ময়দানে প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছে অনেক আগে থেকে। এদের মধ্যে ৫জন নৌকা প্রতীকের মনোনয়ন পেতে প্রত্যাশী। নৌকা ধরতে তারা লবিংও শুরু করে দিয়েছে। নৌকার জন্য সবাই নেতাকর্মীর কাছে আস্থাভাজন হওয়ার জন্য দৌঁড়ঝাপ শুরু করেছে।
দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেতে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.আজম খান, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওমর রিয়াজ চৌধুরী ও আওয়ামী পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মুকুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তরুন আইনজীবী এডভোকেট রাশেদুল কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে পুর্ব থেকে প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছে।
সারাদেশে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনার আগাম বার্তায় নড়েচড়ে বসেছে পেকুয়ার সম্ভাব্য প্রার্থীরা উপজেলা,জেলা ও কেন্দ্রীয় নেতাদের আশির্বাদ পেতে জোরেসোরে তদবিরও শুরু করেছে বলে নির্ভরযোগ্যসুত্রে জানাগেছে।
তৃনমুল নেতাকর্মীরা জানায়, আমরা ক্লীন ইমেজের প্রার্থী চাই। মনোনয়নের জন্য যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই দলের ত্যাগী নেতা। তবে বিতর্কও কম নেই। আশা করি নেত্রী সঠিক ব্যক্তির কাছে নৌকা তুলে দিবেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা