স্টাফ রিপোর্টার:
পুলিশি বাধায় সাভারে সমাবেশ করতে পারেনি ঢাকা জেলা বিএনপি। সকাল থেকেই বিএনপির সমাবেশ স্থলে ঘিরে রাখে পুলিশ। যার ফলে গ্রেপ্তার এড়াতে বিএনপির কোন নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেনি। সমাবেশ স্থলে আসার জন্য নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সমাবেশ করতে না পেরে হতাশা হয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা । ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় অভিযোগ করে মুঠোফোনে সাংবাদিকদের বলেন,বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বিএনপি নেতা কফিল উদ্দিনের চিশতিয়া তেলের প্যাম্পের পাশে আজ বিকেলে সমাবেশ ডাকে ঢাকা জেলা বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিলো। এর অংশ হিসেবে গভীর রাতে সেখানে মঞ্চ তৈরির প্রস্তুতি নিলে পুলিশ তাদের বলেন,এখানে আওয়ামী লীগ ও সমাবেশ ডেকেছে তাই সমাবেশ করা যাবে না । দুই দলকে সমাবেশ করতে দিলে আইন শৃক্সখলা পরিস্থিতির অবনতি হতে পারে। পরে তারা আর সমাবেশ করতে পারেনি। তিনি আরও বলেন,নেতৃবৃন্দর সাথে কথা বলে পরবর্তীতে সমাবেশের তারিখ ঠিক করা হবে।এদিকে যেকোন নাশকতা এড়াতে সকাল থেকে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশের পাশাপাশি সমাবেশ স্থলে উৎসুক জনতা ভিড় জমিয়েছে সকাল থেকে।
এবিষয়ে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন,বিএনপি যেখানে সমাবেশ ডেকেছে সেখানে মানুষ চলাচলের রাস্তা তাই তাদের অন্যস্থানে সমাবেশ করার জন্য বলা হয়েছে।