জাহিদ হাসান জিহাদ :
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য পদে নির্বাচন গতকাল সোমবার সম্পন্ন হয়েছে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত পদের জন্য পছন্দের প্রার্থীদের মাঝে ভোট প্রদান করেন সাধারণ ভোটাররা। উক্ত পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৩১জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে মো: জালাল উদ্দিন ২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: রবিউল বিশ^াস ভোট পেয়েছেন ৭ ভোট। মো: জালাল উদ্দিন সকল ভোটারদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।