1. admin@kholanewsbd24.com : admin :
পিতার নাম পরিবর্তন করেও মুক্তিযোদ্ধার সনদ পেলেন না গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আ: রশিদ মিয়া ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

পিতার নাম পরিবর্তন করেও মুক্তিযোদ্ধার সনদ পেলেন না গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আ: রশিদ মিয়া ৷

প্রশাসন
  • সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

জাহিদ হাসান জিহাদ : পিতার নাম পরিবর্তন করেও মুক্তিযোদ্ধার সনদ পেলেন না গাজীপুর মহানগরের সাবেক গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা হাজী আ: রশিদ মিয়া।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক মুৃক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যায় আ: রশিদ মিয়াসহ ৫ জন ভূয়া মুৃক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে। তারা হলেন (১) আঃ মান্নান,পিতা—মৃত—ইজ্জত আলী,গেজেট নম্বর—২৫৩৯,(২) গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রশিদ,পিতা—মৃত— মৈজ্জত আলী,গেজেট নম্বর ১০৬০১০৭৬৯।
(৩) মোঃ আব্দুর রউফ সরকার,পিতা—মৃত—আব্দুল হাই সরকার,গেজেট নম্বর—২৮৫৮,(৪) মোঃ লোকমান হোসেন,পিতা—মৃত—আজগর,গেজেট নম্বর—১০৬০১০১৭১,(৫) মৃত মোঃ করিম আলী,পিতা—মৃত—আব্দুল গফুর,গেজেট নম্বর—১০৬০১০৫৯২।
এলাকাবাসী জানায় আব্দুর রশিদ নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে শেষ বয়সে নিজের বাবার নাম বাদশাহ মিয়া পরিবর্তন করে মৈজ্জত আলী নামের ব্যক্তিকে বাবা বানিয়েও মুক্তিযোদ্ধার সনদ নেয়ার চেষ্টা করেন। গাছা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে শেষমেষ তিনি মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাদ পড়েছেন। তিনি গাজীপুর মহানগরের গাছা থানা আওয়ামীলীগ সভাপতি পদ প্রত্যাশি হিসেবে এলাকায় নানান রঙের ফেস্টুন ব্যানার টানিয়েছেন। ৫ জন ভূয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করায় স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালায়ের প্রতি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা