1. admin@kholanewsbd24.com : admin :
পাবনা প্রেসক্লাবে মানববন্ধন - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

পাবনা প্রেসক্লাবে মানববন্ধন

প্রশাসন
  • সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

চিফ রিপোর্টারঃ ডাঃ এম সোহাইল চৌধুরী                পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখা গণমাধ্যমকর্মীরা।
আজ সকাল ১১ টার সময় হামিদ রোড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, এ টিএন নিউজের পাবনা জেলা প্রতিনিধি রিজভী জয়, একাত্তর টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা’র সভাপতি ডা.আব্দুল সালাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখা’র সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সহ স্থানীয় সংবাদ কর্মী’রা। উপস্থাপনা করেন মাই টিভির পাবনা পূর্ব প্রতিনিধি কামরুল ইসলাম। গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা