1. admin@kholanewsbd24.com : admin :
পাঁচ বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত দশ বছরের নাইম বাঁচতে চায় - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

পাঁচ বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত দশ বছরের নাইম বাঁচতে চায়

প্রশাসন
  • সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৩২ বার পঠিত

সোহেল রানা, জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের হতদরিদ্র পিতাঃ সিরাজুল ইসলাম ও মাতাঃ পান্না বেগমের পুত্র ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র নাইমুল ইসলাম নোমান(১০)। দীর্ঘ পাঁচ বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। হতদরিদ্র পিতামাতা তার চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

নাইমের পিতা সিরাজুল ইসলাম জানান, আমার দুই কন্যার পরে ছোট ছেলে নাইম। পাঁচ বছর ধরে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রথমে যখন তার শরীরে ক্যান্সার ধরা পরে তারপর থেকে তাকে চার বছর রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করায়।

এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে লাগলে তাকে নিয়ে ভারতের সি এমসি হাসপাতালে যায়, সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। সবশেষ থেরাপি দেওয়ার আগেই আবারও অসুস্থ হয়ে পড়ে নাইম। পরবর্তীতে চিকিৎসকদের শরণাপন্ন হলে তারা জানিয়েছেন নাইমের শরীরে আবারও ক্যান্সারের জীবাণু ফিরে এসেছে। তাকে আবার নতুন করে চিকিৎসা করাতে হবে।

তিনি আরও বলেন এই পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য ধারদেনা করে ১০-১২ লক্ষ টাকা ব্যায় করেছি। বিক্রি করার মতো ও কিছু নেই এখন। সংসার চালাতেও অনেক কষ্ট হচ্ছে। টাকার অভাবে বিনা চিকিৎসায় দিন কাটছে বাড়িতে।

সমাজের বিত্তবানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নাইমের পিতা বলেন, তারা যদি একটু মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমাদের প্রিয় সন্তান নাইম।

নাইমের পরিবারকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায়। – বিকাশ :০১৭০৬-৬৮৮৫০৬

ব্যাসিক ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট ৪৩১৪ ০১ ০০২৪৪২০
(মি.হাওলাদার সিরাজুল ইসলাম)

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা