ছবি সংগৃহীত
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে জনাকির্ন এলাকায় পাহাড়াদার থাকা অবস্থায় নকল চাবি তৈরী করে সহদর মানিক ও চঞ্চলের মুদী দোকানে গত রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সরে জমিনে গিয়ে দোকানীদের নিকট থেকে জানা যায়, গত রাতে কোন এক সময়ে কে বা কাহারা নকল চাবী দিয়ে তালা খুলে দুটি দোকানে প্রবেশ করে, দামী সিগারেট সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।যা আমরা সকালে দোকান খুলতে গিয়ে জানতে পারি। এ বিষয়ে পাঁচবিবি থানায় জানানো হলে ডিএসবি পারিদর্শন পুর্বক থানায় জিডি করার পরামর্শ দিলে জিডি করার প্রস্তুতি চলছিল।বিশেষ করে দোকানীরা বেনসন,গোল্ডলিফ,সহ অন্যান্য সিগারেট কোম্পানির ডিলার ছিলেন।চুরি যাওয়া মালামাল ও টাকা সহ অনুমান প্রায় ২ লক্ষাধীক টাকা চুরি গেছে।