আব্দুল কাইয়ুম,স্টাফ রিপোর্টার:
মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন উপলক্ষে আলোচনা সভা আজ সোমবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংগ্রহশালার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বিশেষ অতিথি মুক্তিযুদ্ধের সংগঠক, গবেষক ও সাংস্কৃতিক কর্মী আমিনুল হক বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু পরিতোষ চন্দ্র ঘোষ, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, প্যানেল মেয়র মোঃ নূর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাসুদা বেগম ঝর্ণা, দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা লিপি, এন এম বালিকা সরকারি উচ্চ বিদ্যলয়ের সাবেক প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার জুন ও কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ প্রমুখ।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্রের ইতিহাস তুলে ধরে আরো বলেন, ছেলে মেয়েদের মোবাইলে আসক্তি কমিয়ে সংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ গঠন করতে হবে । ইতিহাস জানতে বই পড়তে হবে। মেধাবিকাশে বই এর কোন বিকল্প নেই। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।