রাফাত সুলতানা
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে অনলাইনে ৯৫ শতাংশ ক্লাস কার্যক্রম পরিচালিত হয়েছে।গত বছর জুন মাস থেকে এই করোনা মহামারির কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এর ভেতর প্রথম বর্ষের অনলাইন ক্লাস পরিচালিত হয়েছে ৯০ শতাংশ, উপস্থিতি ৩৫-৪০ শতাংশ। ২য় বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হয় ৮৫-৯০ শতাংশ, উপস্থিতি ৬০-৮০ শতাংশ। ৩য় বর্ষের ক্লাস কার্যক্রম পরিচালিত হয় ৯৫ শতাংশ এবং উপস্থিতির হার ৬০%।৪র্থ বর্ষের এই কার্যক্রম পরিচালিত হয় ১০০ শতাংশ এবং উপস্থিতি৮১ শতাংশ। মাস্টার্সে ও ১০০ শতাংশ ক্লাস কার্যক্রম পরিচালিত হয় এবং উপস্থিত ছিলেন ৮০ শতাংশ শিক্ষার্থী।
বাকি শিক্ষার্থীদের উপস্থিতি না থাকার কারণ হিসাবে জানা যায় মোবাইল নেটওয়ার্কিং এ সমস্যা।
অনলাইন শিক্ষা কার্যক্রম কতটা ফলপ্রসু এটি নিয়ে শিক্ষার্থীদের রয়েছে দ্বিমত। এমন ই একটি প্রশ্নের জবাবে মাস্টার্সের শিক্ষার্থী শাকির উস সালেহীন বলেন ”
আমার কাছে অনলাইন ক্লাস কার্যক্রম ভালো লেগেছে, কারণ নতুন কিছুর সাথে মানিয়ে নেয়া শিখেছি।
এবং আমার মতে এটি ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০৪১ এর জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেহেতু অনেকেই এখন অনলাইন প্লাটফর্ম নির্ভর হচ্ছে”।আরেক শিক্ষার্থী ৪র্থ বর্ষের জুনায়েদ আহমেদ বলেন,” আমার পার্সনালি অনেক ফলপ্রসূ মনে হয়েছে।কিন্তু বেশিরভাগ এর কাছে নাকি ততোটা ফলপ্রসূ মনে হয় নি”।এদিকে একই প্রশ্নের জবাবে কয়েকজন শিক্ষার্থী জানান তাদের কাছে অনলাইন ক্লাস তেমন ফলপ্রসূ বলে মনে হয়নি কারণ হিসাবে বলা হয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে মনোযোগী হতে পারেন না,উপস্থিতি হার অনেক ক্ষেত্রে অনেক কম।
উল্লেখ যে করোনা মহামারি করাণে গত বছর ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়,যা বর্তমানে ১৭ মাস ধরে চলমান।টিকা কার্যক্রম শেষ না হলে কবে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে এ ব্যাপারে সংশয় রয়েছে বিশিষ্টজনের।