প্রতিমা দাস, পবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের একটি বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে জন্মলগ্ন থেকেই বাঙালির স্বাধিকার এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠায় উদীচী কাজ করছে। উদীচীর ৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন করল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদীচী পবিপ্রবি সংসদ।
আজ সকাল ১০ টায় পবিপ্রবির জয়বাংলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন পবিপ্রবি কৃষি অনুষদের অধ্যাপক ড.মোস্তফা জামান। অতঃপর জাতীয় সংগীত এবং উদীচীর গণসংগীত পরিবেশন করেন উদীচী পবিপ্রবি সংসদের শিল্পীবৃন্দ। এরপর উদীচী পবিপ্রবি সংসদের সদস্য এবং সৃজনী বিদ্যানিকেতনের দুই ছাত্রী একটি কবিতা আবৃত্তি এবং একটি গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম।
উল্লেখ্য, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পবিপ্রবি কৃষি অনুষদের অধ্যাপক ড.গোপাল সাহা। অতঃপর অধ্যাপক ড.মোস্তফা জামান সমাপনী বক্তব্য রাখেন যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।