স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর ৭দফা আদায়ের লক্ষ্যে ‘পথে পথে পথসভা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯অক্টোবর, শুক্রবার, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। উক্ত পথ সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব_মোঃ_সোলায়মান_মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব_মোঃ_শফিকুল_ইসলাম বাবুসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর উপজেলা, বাসাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা ও টাঙ্গাইল শহর কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় সকল বীরমুক্তিযোদ্ধার সন্তানদেরকে-
#আগামী ২৯অক্টোবর, শুক্রবার
#সকাল ১১:০০টায়
#টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ফুলের মার্কেটের ২য় তলায় টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর অস্থায়ী কার্যালয়ে
উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
#বিঃ_দ্রঃ সখিপুর উপজেলা, কালিহাতী উপজেলা, ঘাটাইল উপজেলা ও মধুপুর উপজেলা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ স্থানীয় বীরমুক্তিযোদ্ধার সন্তানদের উপস্থিতিতি নিশ্চিত করে নিজ নিজ উপজেলায় পথসভার প্রস্তুতি নিয়ে অবস্থান করবেন।
অনুরোধক্রমে-
মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ,
সভাপতি,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,
টাঙ্গাইল জেলা কমান্ড কাউন্সিল।
প্রয়োজনেঃ ০১৭১১১৮১৯৪২