অপূর্ব সরকার,
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী।
পটুয়াখালীতে নানা আয়োজনে এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলার কবরস্থান রোডস্থ হলি টাচ হাসপাতাল মিলনায়তনে সন্ধ্যা ৭ টার দিকে ৩ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ অহিদুজ্জামান শামিম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুজ্জামান রহমান রনিক, সদস্য আসাদুল্লাহ হাসান মুছা, মোঃ মশিউর রহমান, মোঃ নিপু, আবদুল কাইউম ও আহম্মেদ কাওসার ইবুসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ৪ বছর ধরে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি সাপ, বানর এবং পাখি সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রানী সেবায় কাজ করে আসছে।