অপূর্ব সরকার,
স্টাফ রিপোর্টার , পটুয়াখালী।
পটুয়াখালীতে বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে শহরের লঞ্চঘাট চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হযে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত জোট নাশকতায় ফের সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে নতুন করে যাত্রা শুরু করল।