বিল্লাল হোসেন মন্ডল, জামালপুর
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পালে হাওয়া লাগাতে তৃণমুল নেতা কর্মী সঙ্গে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রলীগ নির্যাতিত নেতা উপজেলা আওয়ামীলীগের সভা পতি মোঃ আবুল কালাম আজাদ। তৃণমুল নেতা কর্মী নিয়ে বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনীয় গণসংযোগ করছেন তিনি। জানাগেছে, মোঃ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।
তিনি ১৯৮০- ১৯৮৫ সাল পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে দেওয়ানগঞ্জ এ কে এ এম ডিগ্রি কলেজের ভিপি নিবাচিত হন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ১৯৯২ সালে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর দায়িত্ব পালন শেষে ২০২২ সালে ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। রাজনীতি জীবনে তিনি বিএনপি জামায়াতের আমলে নির্যাতিত হন এবং কয়েক বার কারা ভোগ করেন। আবুল কালাম আজাদ ১৯৯২ সালে চুকাই বাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হন।দায়িত্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হয়েছিলেন। ২০১১ দেওয়ানগঞ্জ পৌর সভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওই সময় তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বচিত হন। চেয়ারম্যান নির্বাচিতহইয়ে উপজেলায় ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখেছেন। সেই সাথে শিক্ষা, ধর্মীয়, সামাজিক, ব্রীজ, কালভার্ট, রাস্তা, যমুনা নদী ভাঙ্গন রোধ, উন্নয়ন ও দূর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি১৯৯১,১৯৯৬,২০০৮,২০১৪,২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা কর্মী নিয়ে কঠিন ভুমিকা পালন করেন।আবুল কালাম আজাদ জানান,আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাষী। বঙ্গ বন্ধুর সু যোগ্য কণ্যা শেখ হাসিনার নেত্বত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বঙ্গ বন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাদার অব হিম্যানিটি দেশ রত্ন শেখ হাসিনা। সেই উন্নয়নের কাফেলায় আমি একজন খাদেম হয়ে জনগনের পাশে থাকতে পেরে সত্যিই আমি গর্বিত।তারই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার হাল ধরতে তৃণ মুল নেতা কর্মী নিয়ে মাঠে কাজ করছি।বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিলে ইনশাআল্লাহ নৌকার বিজয় নিশ্চিত করে জামালপুর ১ আসন টি মাননীয় প্রধান মন্ত্রীকে উপহার দেবো।