1. admin@kholanewsbd24.com : admin :
নূরে মদীনা জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন! - খোলা নিউজ বিডি ২৪    
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবচরে দয়াল বাবা হালিম ফকির(রহ্) এবং মজিদ ফকির এর বাৎসরিক উরসে ভক্তদের ঢল বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন নড়াইলে কুড়ির ডোপ মাঠে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলার পলাতক আসামী আমিনা বেগম গ্রেফতার পাঁচবিবিতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার পাঁচবিবিতে যথাযোগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পাঁচবিবির বুড়াবুড়ির মাজারে ২৫ তম বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা নড়াইল পুলিশ লাইনস্ স্কুলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পাঁচবিবিতে ঘরবাড়ি ছাড়া ১৭বছর যাবত রেল স্টেশনে থাকেন- আবুল কালাম

নূরে মদীনা জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন!

প্রশাসন
  • সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১১৭ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক, এস আর টুটুল এম এল।

নূরে মদীনা জামে মসজিদ কমিটির সন্মানিত সভাপতি, জনাব মোঃ মাহমুদ হাসান (মুকুল) প্রাক্তন অতিরিক্ত সচিব-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায়, মসজিটি যুগোপযোগীকরণ ও সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন,
সহ-সভাপতি, জনাব আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ জনাব এনামুল হক ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক, জনাব হাসমত আলীসহ অন্যান সদস্যবৃন্দ!

জানা গেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ডে ১৯৬৪ইং সনে মাটির স্থাপনায় প্রতিষ্ঠিত {নূরে মদীনা জামে মসজিদ} যুগোপযোগীকরন ও সম্প্রসারনের লক্ষে দ্বিতীয় পর্বের নির্মান কাজ {নূরে মদীনা জামে মসজিদ} কমিটির সন্মানিত সভাপতি, জনাব মোঃ মাহমুদ হাসান (মুকুল) সন্মানিত প্রাক্তন অতিরিক্ত সচিব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায়
দূতগতীতে এগিয়ে চলেছে।

আজ ২০ ডিসেম্বর (সোমবার) সকাল ৮ টার সময়
নূরে মদীনা জামে মসজিদ কমিটির সন্মানিত সভাপতি, জনাব মোঃ মাহমুদ হাসান (মুকুল) এর নির্দেশনায়, মসজিটি যুগোপযোগীকরণ ও সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন,
সহ-সভাপতি, জনাব আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ জনাব এনামুল হক ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক, জনাব হাসমত আলী।

এসময় আরও উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ হাসান আলী মোড়ল, সহ-সাধারণ সম্পাদক, জনাব মোঃ এনামুল হক, অর্থ বিষয়ক সম্পাদক।
জনাব মোঃ নূরে আলম, সাংগটনিক সম্পাদক, নূরে মদিনা জামে মসজিদ।

এছাড়াও সন্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে, মোঃ জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জিয়া, আফজাল হোসেন লাবলু ও জাহাঙ্গীর আলমসহ
উপস্থিত ছিলেন,
সহ অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য সুত্রে আরও জানা যায় যে, জনাব মোঃ মাহমুদ হাসান (মুকুল) এর নিজ গ্রাম, কেওয়া পশ্চিম খন্ডে ১৯৬৪ইং সনে মরহুম আরান আলী ও সূর্যত আলী ভ্রাতৃদ্বয়ের উদ্যোগে প্রদানকৃত ২২শতক জমিতে স্থানীয় সকলের সহযোগিতায় মাটির স্থাপনায় প্রতিষ্ঠিত (নূরে মদীনা জামে মসজিদ) যুগোপযোগীকরন ও সম্প্রসারনের লক্ষ্যে গত পহেলা ডিসেম্বর (বুধবার) সকাল ৮-১৫ মিনিটে শুরু হওয়া, দ্বিতীয় পর্বের নির্মান কাজ তাঁর নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

(নূরে মদিনা জামে মসজিদ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, সহ-সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন; গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আমার নিজ গ্রাম কেওয়া পশ্চিম খন্ডে ১৯৬৪ সনে মরহুম আরান আলী ও সূর্যত আলী ভ্রাতৃদ্বয়ের উদ্যোগে তাদের প্রদত্ত ২২শতক জমিতে স্হানীয় সকলের সহযোগিতায় মাটির স্হাপনায় প্রতিষ্ঠিত নূরে মদীনা জামে মসজিদের যুগোপযোগীকরন ও সম্প্রসারনের লক্ষ্যে ইতিপূর্বে সূচিত কাজ কোভিড-১৯ জনিত করণে বন্ধ ছিল। মহান আল্লাহর ইচ্ছায় পহেলা ডিসেম্বর সকাল ৮-১৫ মিনিটে দ্বিতীয় পর্বের নির্মানের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আল্লাহ তা’য়ালার ঘর মসজিদ নির্মানের জন্য অনেক দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান নগদ অর্থ ও নির্মান সামগ্রী দান করেছেন।
দাতা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ;জনাব আবু হানিফ মাস্টার- ১লক্ষ টাকা, জনাব আজহার আলী -১লক্ষ টাকা, আমিনুল ইসলাম – ১লক্ষ টাকা, বেল্লাল উদ্দিন-১লক্ষ টাকা, জালাল উদ্দীন -৫০ হাজার, বেল্লাল মেম্বার- ১টন রড, নাজমুল হাজি ৩২ হাজার টাকা, জালাল উদ্দীন -৩৫ হাজার টাকা, মাইনউদিন ২৫ হাজার টাকা, জনাব মিজানুর রহমান, ম্যানেজার, ব্যাচিক ব্যাংক-২৫ হাজার টাকা, মেঃ জাকির হোসেন – ২০ হাজার টাকা, জহিরুল-২৫ হাজার টাকা, কল্লোল-১শত বস্ত সিমেন্ট, আজগর আলী -২০ হাজার টাকা, দাম করেছেন, এছাড়াও অত্র সমাজের ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দান অব্যহত রেখেছে।
মহান আল্লাহ এ কাজকে কবুল করুন। আমি সংশ্লিষ্ট সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য যে, ইতিপূর্বে সূচিত কাজ মহামারী কোভিড-১৯ জনিত করণে বন্ধ ছিল। মের্সাস আলোম এন্টারপ্রাইজ এন্ড কনস্ট্রাকশন কোম্পানি, বহেরার চালা, গিলা-বেরাইদ
শ্রীপুর গাজীপুর- এর প্রপাইটার, মোঃ আলোম হোসেন, নির্মান কাজে নিয়োজিত রয়েছেন।

এসময় বিশেষ দোয়া করে মোনাযাত করেন, হাফেজ মাওলনা, জনাব মোঃ মাহামুদুল হাসান সাদী, পেস ইমাম ও খতিব, নূরে মদিনা জামে মসজিদ।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা