ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।।
সাম্প্রতিক স্থগিত হওয়া কচুয়া সদর ইউপি নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী জেসমিন আক্তার পপি তার নির্বাচনী এলাকায় নিরলস ভাবে বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছেন, এবং সে বর্তমান ইউপি সদস্য।
শিকদার হাদিউজ্জামানের সাথে একান্ত স্বাক্ষাতে জেসমিন আক্তার পপি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন,আমি নির্বাচনে মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হলে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের পরিকল্পনা নিবো।আমার নির্বাচনী এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র মানুষের তালিকা প্রনয়ণ করবো।এলাকায় বাল্যবিবাহ বন্ধে ভুমিকার পাশাপাশি অভিভাবকদের সচেতন করবো।
এসময় তিনি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভুমিকা পালন করার কথা ব্যাক্ত করেন।
এছাড়াও তিনি উল্লেখ্য করেন ইতিপূর্বে গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজে সহায়তা করেছি।বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করতে পারবো বলে আসা ব্যাক্ত করেন।