এম হাসান,
দেশের বিভিন্ন জেলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও মামলার শিকার হচ্ছেন যা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নানা প্রতিকুলাতায় অবস্থায় দেশ ও মানুষের কল্যাণে খবর সংগ্রহ করছে। অর্থ ও ক্ষমতার জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ছে স্বার্থে আঘাত লাগা এক শ্রেণীর লোভী মানুষেরা। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে দূর্নীতিবাজরা উঠে পড়ে লেগেছে তাঁদের আখের গোছাতে।এসব দূর্নীতিবাজদের খবর প্রকাশিত হলেই হামলে পড়েছে গণমাধ্যম কর্মীদের উপর।
ঢাকা নারায়নগঞ্জে গত ২১ জুন সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনেই হামলার শিকার হোন সাংবাদিক রিয়াজ হোসেন। রিয়াজ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জের দায়িত্ব পালন করছিলেন।
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় জখম হয়।
বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় নারায়নগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর সমন্বয়কারি আহমেদ আবু জাফর বলেন, একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা গোটা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তোলেছে। রিয়াজ হত্যাচেষ্টা ঘটনায় জড়িত সন্ত্রাসিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে দেশব্যাপি বিচারের দাবিতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে।