নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের বড়াইগ্রামে রুবেল হোসেন (২৬) নামে এক যুবকের বস্তা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া এলাকায় পঁচা বড়াল নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত, রুবেল ওই গ্রামের আবু হানিফের ছেলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেনন।
রুবেলের মা জাহেরা বেগম জানান, রাতে আমি ও রুবেল এক সাথে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে প্রতিবেশিরা নদীতে তার লাশ দেখতে পেয়ে খবর দেয়। কারো সাথে শক্রুতা ছিলনা আমার ছেলের । কেন এমনটা হলো বুঝতে পারছি না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর অাধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে